চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ( Chuadanga Civil Surgeon Office Job Circular 2024)

চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় (Chuadanga Civil Surgeon Office Job Circular 2024) এর অধীনে ০১ ক্যাটাগরির  ১৬তম গ্রেডে ০১টি শূন্য পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।শুধু চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে  জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ,প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং-প্রশা-১/এডি/২সি-০৪/২০০৫/১৫৭ তারিখ:১৮/০১/২০২৪ খ্রি: মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন, চুয়াডাঙ্গা এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত ১৬ গ্রেডর্ভুক্ত (পূর্বতন ৩য় শ্রেণি)  নিম্নলিখিত পদে জনবল নিয়োগের লক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে  নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://cschuadanga.teletalk.com.bd ওয়েব  সাইটে অনলাইন (online) এ দরখাস্ত আহবান করা যাচ্ছে । অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

এক নজরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ সম্পর্কে জানতে পূরণ পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।যে কোন চাকরির খবর আগে পেটে ভিজিট করুন myjobsbd.com

Chuadanga Civil Surgeon Office Job Circular 2024
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ( Chuadanga Civil Surgeon Office Job Circular 2024)
প্রতিষ্ঠানের নামচুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে
চাকরির ধরনসরকারি
পদ ও লোকবল০১টি পদে ৩৯ জনকে
আবেদন করার মাধ্যমঅনলাইনে
আবেদন প্রকাশের তারিখ১৭/০৪/২০২৪
আবেদন শুরুর তারিখ২৫/০৪/২০২৪
আবেদনের শেষ তারিখ১৫/০৫/২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট http://cs.chuadanga.gov.bd/
আবেদন করার লিংকঅফিশিয়াল নোটিশের নিচে

(Chuadanga Civil Surgeon Office Job Circular 2024)

  • ১. পদের নাম: স্বাস্থ্য সহকারী
    পদসংখ্যা: ১১৬
    যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে বোর্ড উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

     আবেদনের শর্ত ও নির্দেশনাবলীঃ

  • ১. প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ২.বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা। বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা/প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স ২৫/০৪/২০২৪ ইং তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর। উল্লেখ্য যে, বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • ৩.সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র, লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।
  • ৪.আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে দাখিল করতে হবে।
  • ৫.সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (NOC)-এর মূল কপি জমা দিতে হবে।
  • ৬.নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি বিধান প্রতিফলিত হবে।
  • ৭.স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের (পুরাতন) পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট ইউনিয়নের শূন্য পদের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না তবে সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
  • ৮.প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
  • ৯.স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক) সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • ১০. প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভুল/ভিন্ন তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় গ্রহণ করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দূর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে ও পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • ১১. কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন ব্যক্তি ফৌজদারী অপরাধে দন্ডিত হলে কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরি হতে বরখাস্ত হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • ১২. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরুপঃ
  • (ক) আগ্রহী পদ প্রার্থীগণ http://cschuadanga.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েব সাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে।
  • (খ) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৫/০৪/২০২৪ ইং সকাল ১০.০০ ঘটিকা।
  • (গ) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৫/০৫/২০২৪বিকাল ০৪.০০ ঘটিকা।
  • (ঘ) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন
  • ১৩.Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ 60 KB হতে হবে ১৪1 Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  • ১৫.প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
  • ১৬. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ
  • Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত এক Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নাম্বারের মাধ্যমে ০২(দু্‌ই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দু্‌ই শত) টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ মোট অপরাধযোগ্য ২২৩(দু্‌ইশত তেইশ) টাকা অন দিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য,Online-এ আবেদনপত্রে সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online- এর  আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

সম্পর্কিত চাকরি