ইউ-এস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (us bangla airlines job circular 2024)
প্রয়োজনীয়তা:
- শিক্ষা:এসএসসি/এইচএসসি
- বয়স:১৮ থেকে ২৭ বছর(অতিরিক্ত আবশ্যক)
- আবেদনের যোগ্যতা:
- ১.উচ্চতাঃ সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি।
- ২.শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী।
- ৩.শক্তির দৃষ্টিশক্তি ৬/৬ হতে। চশমা গ্রহণযোগ্য নয়।
- ৪.প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
- ৫.এয়ারপোর্টের কাছাকাছি ৫ কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে।
- ৬.যেকোন প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
দায়িত্ব ও প্রসঙ্গ:
কর্মস্থলঃ বাংলাদেশের যেকোন বিমানবন্দর।
দায়িত্বসমূহ:
- এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী ব্যাগপত্র, পণ্য, মেইল লোড/আনলোড করা।
- প্রয়োজন মোতাবেক হুইলচেয়ার পরিচালনা করা।
- ভারী ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করা।
- র্যাম্প এলাকায় কাজ করার সময় প্রয়োজনীয় ইউনিফর্ম পরিধানপূর্বক যথাযথ দায়িত্ব পালন করা।
- যাত্রীদের মালামালের যেকোনো ধরণের ক্ষতি অথবা হারানোর মতো অনাকাঙ্খিত ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া এবং সংশিষ্ট কর্মকর্তাকে জানানো।
- সময়মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা।
ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা:
- বেতনঃ ১৬,০০০/- প্রতি মাস
- মেডিকেল ইন্স্যুরেন্স,
- সাপ্তাহিক ২ দিন ছুটি।
- ডিউটি শিডিউল অনুযায়ী খাবার প্রদান করা হবে।
- যেখানে খাবার দেওয়া হবে না সেখানে ১,৫০০/- টাকা করে প্রদান করা হবে খাবার ভাতা বাবদ।
- উৎসব ভাতাঃ প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।
- এছাড়া কোম্পানীর নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
কর্মক্ষেত্র:অফিসে
কর্মসংস্থানের অবস্থা:ফুল টাইম
লিঙ্গ:শুধুমাত্র পুরুষ
চাকুরি স্থান:বাংলাদেশের যে কোন জায়গায়
আবেদন করার আগে পড়ুন:
বিঃ দ্রঃ ইউএস-বাংলা এয়ারলাইন্সে (us bangla airlines) নিয়োগের ক্ষেত্রে কোন পর্যায়েই কাউকে কোন ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয়না। চাকুরী প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার এর জন্য ডাকা হবে। যেকোনো ধরনের সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
আবেদনের মাধ্যম:আবেদন করার সময় আপনার যা প্রয়োজন হবে — আপডেটেড সিভি/জীবন বৃত্তান্তের পিডিএফ (pdf কপি)। জাতীয় পরিচয়পত্রের ছবি (স্ক্যান কপি) । আপনার সদ্য তোলা ছবি (স্ক্যান কপি) । **উপোরক্ত সব কাগজ পত্রের স্ক্যান করা ছবি এবং পিডিএফ (PDF) করে প্রদত্ত লিংকে ঢুকে জমা দিতে হবে। আবেদনের লিংক: https://tinyurl.com/yc7nyxcp