পদের নাম: শাখা ব্যবস্থাপক (ঋণ কর্মসূচি)
প্রয়োজনীয়তা
শিক্ষা
- যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;
- অতিরিক্ত অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শীথিলযোগ্য।
অতিরিক্ত আবশ্যক
- বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
- ঋণ কার্যক্রমে পিকেএসএফ এর সহযোগি সংস্থায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা; এর মধ্যে শাখা ব্যবস্থাপক (ঋণ কর্মসূচি) হিসেবে ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
- গতিশীল নেতৃত্ব, মাঠ পর্যায়ে সার্বিক দিকনির্দেশনা ও তড়িৎ সিদ্ধান্ত প্রদানের দক্ষতা থাকতে হবে;
- নিয়মিত মাঠ পরিদর্শনে শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে;
- বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে;
- Microfin360 Software পরিচালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে;
- মাইক্রোসফট্ অফিস প্রোগ্রামে কাজ করার ও ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে;
- যেকোনো পরিস্থিতি কাজ করার সক্ষমতা থাকতে হবে।
চাকরির দায়িত্বসমূহ: ডাক দিয়ে যাই
- শাখার চলমান ঋণ কর্মসূচি দক্ষতার সাথে বাস্তবায়ন ও বাস্তবায়নে নতুন ধারণা সৃষ্টি, উন্নয়ন, অগ্রগতি বিশ্লেষণ, পোর্টফোলিও কোয়ালিটি ব্যবস্থাপনা, প্রবৃদ্ধি বাড়ানো ও কর্মসূচির ঝুঁকি দক্ষতার সাথে ব্যবস্থাপনা করা;
- নিয়মিত মাঠ পরিদর্শন, সদস্য যাচাই, ঋণ প্রকল্প যাচাই, সঞ্চয় স্থিতি বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখা, বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা;
- শাখাকে লাভজনক পর্যায়ে উন্নীত করার জন্য জোরদার ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা;
- দৈনিক কমপক্ষে ২টি গ্রুপ/সমিতি পরিদর্শন ও ১০০% Balancing নিশ্চিত করা;
- নিয়মিত মাঠ পরিদর্শন করা এবং মাঠ পরিদর্শন প্রতিবেদন এলাকা ব্যবস্থাপকের নিকট উপস্থাপন করা;
- শাখার দৈনিক, সাপ্তাহিক, মাসিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত ও এলাকা ব্যবস্থাপকের নিকট জমাদান করা;
- কর্মসূচি বাস্তবায়নের স্বার্থে উপকারভোগী, কর্ম এলাকার মানুষ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সুসম্পর্ক তৈরী করা;
- পিকেএসএফ ও এমআরএ এর বিধি-বিধান ও সর্বপরি সংস্থার নীতিমাল অনুযায়ী শাখা পরিচালনা করা;
- শাখার মাঠ কর্মকর্তাদের কাজের মান উন্নয়নে ও ড্রপআউট প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা;
- সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ ও প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা।
ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা
শিক্ষানবিশকাল (০৩ মাস)। শিক্ষানবিশকালীন মোট ৩৩,০০০/- টাকা বেতন প্রদান করা হবে। চাকুরী স্থায়ীকরণের পর ক্রেডিট ভাতাসহ সর্বসাকুল্যে ৩৬,৬৭০/- টাকা বেতন-ভাতা প্রদান করা হবে। তবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন-ভাতা আলোচনা সপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও সংস্থার অন্যান্য সুবিধা হিসাবে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিএফ, গ্রাচুইটি, মোবাইল বিল এবং মটরসাইকেল জ্বালানী সুবিধা প্রদান করা হবে।
কর্মসংস্থানের অবস্থা
ফুল টাইম
চাকুরি স্থান
Bagerhat, Barguna, Barishal, Bhola, Faridpur, Gopalganj, Jhalakathi, Khulna, Madaripur, Munshiganj, Patuakhali, Pirojpur, Shariatpur
আবেদন করার আগে পড়ুন
ডাক দিয়ে যাই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে বাছাইকৃত প্রার্থীদের ফোন যোগাযোগের মাধ্যমে জানানো হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে। নির্বাচিত প্রাথীদের কাজে যোগদানের পূর্বে ২০,০০০/-(বিশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত সংস্থার অনুকূলে জমা করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণের দিন সকল প্রকার ডকুমেন্ট/কাগজপত্রের মূল কপি সাথে থাকতে হবে।
আবেদন এর ঠিকানা:
উল্লেখিত পদে চাকুরির জন্য আগামী ৩১ মার্চ ২০২৪খ্রি: তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে বিস্তারিত জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি (যদি থাকে) , ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ও সচল মোবাইল নম্বরসহ খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক সংস্থার নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদন পত্র `ডাক দিয়ে যাই`, প্রধান কার্যালয়, বাড়ী নং- ০১, বাইপাস সড়ক, মাছিমপুর, পিরোজপুর সদর, পিরোজপুর-৮৫০০; ঠিকানায় পাঠানোর জন্য আহবান করা যাচ্ছে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।